Posts

রাংগুনিয়া স্টুডেন্টস কালচারাল এসোসিয়েশন এর আহব্বায়ক কমিটি গঠন......Dailynews24bd.com

Image
নিজস্ব প্রতিবেদক, রাংগুনিয়া, ১লা ডিসেম্বর, রাংগুনিয়া স্টুডেন্টস কালচারাল এসোসিয়েশন এর কাউন্সিল অধিবেশন ২০২১ ইং উপলক্ষে আহব্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ। সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অত্র সভায়। সভায় আহব্বায়ক কমিটি ঘোষণা করেন অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠিতা আশরাফুর রহমান চৌধুরী। অত্র সংগঠনের ২০ সদস্যের আহব্বায়ক ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে ৬০ সদস্যের আহব্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান আশরাফুর রহমান চৌধুরী। একইসঙ্গে তিনি তার বক্তব্যে বলেন, সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে প্রত্যেকটি পদবী। অতএব যারা সিনিয়র পদে নির্বাচিত হতে চাই, তারা যেন সদস্য সংগ্রহ করার কাজ চালাতে থাকে। আগামী ৩০ শে ডিসেম্বরের মধ্যে সদস্য সংগ্রহ করে সম্পূর্ণ লিস্ট দপ্তরে জমা দিতে বলেন তিনি। সভায় বক্তব্য রাখেন অত্র সংগঠনের নব নির্বাচিত আহব্বায়ক। এতে সবাই এক হয়ে কাজ করার আহব্বান জানানো হয়।

বিনামূল্যে পাঠদান সেবা চালু করলো রাংগুনিয়ার সেচ্ছাসেবী একটি সংগঠন।......Dailynews24bd.com

Image
নিজস্ব প্রতিবেদ, ১১ই সেপ্টেম্বর ২০২০ইং, রাংগুনিয়ার বাহিরে সমস্ত কলেজ জুড়ে রাংগুনিয়ার যত ছাত্র-ছাত্রীরা আছে, তাদের নিয়ে গড়ে তুলা একটি সেচ্ছাসেবী সংগঠন রাংগুনিয়া স্টুডেন্টস কালচারাল এসোসিয়েশন। তারা অসহায় ও দারিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য চালু করেছে বিনামূল্যে পাঠদান সেবা।।।

ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের 'ভালবাসার উপহার' পেল অসহায়ীরা।.... Dailynews24-bd.com

Image
নিজস্ব প্রতিবেদ, রাউজান,চট্টগ্রাম। চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান উপজেলার ঐতিহ্যবাহী ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উপহার বিতরণ, গ্রীণ,পিংক ও ক্লিন রাউজানের রূপকার মাননীয় সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম এম.পি মহোদয়ের পক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করে অত্র কলেজ ছাত্রলীগ। রাউজান উপজেলা ছাত্রলীগ (দঃ) এর সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দীন এর সহযোগিতাই, কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন ওয়াহিদ ও সাধারণ সম্পাদক জি.এম হাসান এর নেতৃত্বে 'ভালবাসার উপহার' ঘরে ঘরে পৌছে দেয়া হয়।

রাংগুনিয়া স্টুডেন্টস কালচারাল এসোসিয়েশন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী আজ |Dailynews24-bd.com

Image
১১ই মে ২০২০ইং। নিজস্ব প্রতিবেদক, প্রতিষ্ঠতা থেকে আমরা যা বিস্তারিত ফেলাম, তা হুবহু তুলে ধরলাম। বিষয়- সংগঠনটি কিভাবে তৈরী হয়েছে? প্রথমেই ধন্যবাদ জানাই রাংগুনিয়ার সকল ছাত্র-ছাত্রীদের। বলতে গেলে আমাদের সংগঠনকে দাড় করানোর মূল ভূমিকা ছিল রাংগুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর। ২০১৮ সালে চবির রাংগুনিয়া স্টুডেন্টস ফোরামের দায়িত্ব থাকা ভাইদের সহযোগিতাই আমি কিংবা আমরা সংগঠনটা তৈরী করতে সক্ষম হয়েছি। আমি বললাম ' বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাংগুনিয়ার ছাত্রদের ঐক্য করার জন্য ফোরাম আছে। কিন্তু রাংগুনিয়ার বাহিরে সারা দেশে অনেক কলেজেই রাংগুনিয়ার ছাত্ররা ঐক্য নেই। ভাইয়েরা বলল অসুবিধা নাই। তোমরা সবার নাম ও ফরম তৈরী কর। তাই আমি প্রথমে বিভিন্ন কলেজে আমার রাংগুনিয়া বন্ধুদের সাথে যোগাযোগ করলাম। তাদেরকে নিজ নিজ কলেজের রাংগুনিয়ার ছাত্রদের লিস্ট ও ডাটা তৈরী করতে বললাম।১২ টি কলেজ থেকেই আমি গিয়ে আমার বন্ধুদের কাজ থেকে লিস্ট সংগ্রহীত করি। এরই মাঝে আমি ঢাকায় যাই ২০১৮ এর ফেব্রুয়ারীর ২ তারিখে। দেখা করলাম রাংগুনিয়া অ্যালায়েন্স, ঢাবির ভাইদের সাথে৷ পরিচয় দিলাম চবির ভাইদের। তারাও আমাকে সমর্থন করল। তাই চ...

পদ ছেড়ে দিয়েছি, বিদ্যানন্দ ছাড়ি নি, আছি এবং থাকব...কিশোর কুমার দাশ

Image
কিশোর ৬ই মে, ২০২০ || ১০:৪১:১১ 107 সিনিয়র করসপন্ডেন্ট, ঢাকাঃ স্বেচ্ছাসেবকদের সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস তার পদত্যাগের বিষয়ে বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন। বিদ্যানন্দের পক্ষে লিখতে গিয়ে অনুমানভিত্তিক অন্যকে দোষারোপ না করতে সবার প্রতি অনুরোধও করেছেন তিনি। বিদ্যানন্দ না ছাড়ার ঘোষণা দিয়ে মঙ্গলবার রাতে সংস্থার ফেসবুক পেইজে তিনি স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসে তিনি বলেন, আমার সিদ্ধান্তগুলোতে পাগলামি এবং আবেগের প্রভাব যুক্তির চেয়ে বেশি থাকে। ক্ষমা চাচ্ছি এই সীমাবদ্ধতার জন্য। আজকে আমার এক সিদ্ধান্ত নিয়ে বেশ বিতর্ক তৈরি হয়েছে। আমি বিদ্যানন্দ ছাড়ছি না, পরিচালনা পর্ষদেই থাকছি। শুধু দায়িত্ব পরিবর্তন করার সিদ্ধান্ত জানিয়েছি। পরিচালনা পর্ষদে এখনো সে আবেদন গ্রহণ করেনি। যদি আমার আগের বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে, আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাই। পদত্যাগের বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন, কোন চাপে এই সিদ্ধান্ত নেই নি আমি। শারীরিক ক্লান্তি এবং ব্যক্তিগত আবেগের কাছে হার মেনে এই সিদ্ধান্ত নেয়া। সব ধর্মের বিশেষ করে মুসলমানদের সহযোগিতায় এতদূর আসা। কিছ...

জণগনের জন্য চালু হল Whatsapp bot |ডিইলিনিউজবিডি|

Image
হোয়াটসঅ্যাপ bot চালু করল আইসিটি ডিভিশন। জণগণ যেন সঠিক তথ্য হাতে পাই, তার জন্য সরকার চালু করেছে হোয়াটসঅ্যাপ হেল্পলাইন। হোয়াইটঅ্যাপ নাম্বার-    01678380056

করোনা ভাইরাস সচেতনতার জন্য সেচ্চাসেবক হোন......

Image
করোনা ভাইরাসে ১০০০+ আক্রান্ত। মৃত্যুবরণ করেছে ৬০ জন। চলুন না আমরা সবাই সচেতনতার হাত বাড়িয়ে দিই।  সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান?? যোগাযোগঃঃ-  01815452449   (Whatsapp only)