ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের 'ভালবাসার উপহার' পেল অসহায়ীরা।.... Dailynews24-bd.com


নিজস্ব প্রতিবেদ,
রাউজান,চট্টগ্রাম।

  • চট্টগ্রাম জেলার অন্তর্গত রাউজান উপজেলার ঐতিহ্যবাহী ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের উপহার বিতরণ,

  • গ্রীণ,পিংক ও ক্লিন রাউজানের রূপকার মাননীয় সংসদ সদস্য এ.বি.এম ফজলে করিম এম.পি মহোদয়ের পক্ষে এই উপহার সামগ্রী বিতরণ করে অত্র কলেজ ছাত্রলীগ। রাউজান উপজেলা ছাত্রলীগ (দঃ) এর সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দীন এর সহযোগিতাই, কলেজ ছাত্রলীগের সভাপতি মামুন ওয়াহিদ ও সাধারণ সম্পাদক জি.এম হাসান এর নেতৃত্বে 'ভালবাসার উপহার' ঘরে ঘরে পৌছে দেয়া হয়।

Comments

Popular posts from this blog

জণগনের জন্য চালু হল Whatsapp bot |ডিইলিনিউজবিডি|

পদ ছেড়ে দিয়েছি, বিদ্যানন্দ ছাড়ি নি, আছি এবং থাকব...কিশোর কুমার দাশ