রাংগুনিয়া স্টুডেন্টস কালচারাল এসোসিয়েশন এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী আজ |Dailynews24-bd.com
১১ই মে ২০২০ইং।
নিজস্ব প্রতিবেদক,
প্রতিষ্ঠতা থেকে আমরা যা বিস্তারিত ফেলাম, তা হুবহু তুলে ধরলাম।
বিষয়- সংগঠনটি কিভাবে তৈরী হয়েছে?
প্রথমেই ধন্যবাদ জানাই রাংগুনিয়ার সকল ছাত্র-ছাত্রীদের। বলতে গেলে আমাদের সংগঠনকে দাড় করানোর মূল ভূমিকা ছিল রাংগুনিয়া স্টুডেন্টস ফোরাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এর। ২০১৮ সালে চবির রাংগুনিয়া স্টুডেন্টস ফোরামের দায়িত্ব থাকা ভাইদের সহযোগিতাই আমি কিংবা আমরা সংগঠনটা তৈরী করতে সক্ষম হয়েছি। আমি বললাম ' বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রাংগুনিয়ার ছাত্রদের ঐক্য করার জন্য ফোরাম আছে। কিন্তু রাংগুনিয়ার বাহিরে সারা দেশে অনেক কলেজেই রাংগুনিয়ার ছাত্ররা ঐক্য নেই। ভাইয়েরা বলল অসুবিধা নাই। তোমরা সবার নাম ও ফরম তৈরী কর। তাই আমি প্রথমে বিভিন্ন কলেজে আমার রাংগুনিয়া বন্ধুদের সাথে যোগাযোগ করলাম। তাদেরকে নিজ নিজ কলেজের রাংগুনিয়ার ছাত্রদের লিস্ট ও ডাটা তৈরী করতে বললাম।১২ টি কলেজ থেকেই আমি গিয়ে আমার বন্ধুদের কাজ থেকে লিস্ট সংগ্রহীত করি। এরই মাঝে আমি ঢাকায় যাই ২০১৮ এর ফেব্রুয়ারীর ২ তারিখে। দেখা করলাম রাংগুনিয়া অ্যালায়েন্স, ঢাবির ভাইদের সাথে৷ পরিচয় দিলাম চবির ভাইদের। তারাও আমাকে সমর্থন করল। তাই চট্টগ্রাম ফিরেই আমি ও আমার কাছের ৫ জন সহযোগীকে নিয়ে লিস্ট ও ডাটা মোতাবেক সকলের সাথে যোগাযোগ করি। সবাই ফরম জমা দেওয়ার পর, বড় ভাইদের সহযোগিতাই ১১ই মে অর্থাৎ আজকের এই দিনের ঠিক দুবছর আগেই কেন্দ্রীয় কমিটি ঘোষণা করি। কমিটিতে সভাপতির দায়িত্ব পাই আমি। দায়িত্ব ও কমিটি পাওয়া পর আমরা বিভিন্ন কলেজ ও নগরিতে শাখা তৈরী করি। বর্তমানে আমাদের সংগঠন এর সদস্য ও উপদেষ্টাসহ (৩০০+)। একই সঙ্গে আমরা অসহায়ীদের পাশে দাড়ানোর চেষ্টা করছি।।
আমাদেরকে পরামর্শ দিয়ে ও বিভিন্ন ভাবে সহযোগীতা করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাংগুনিয়ার ছাত্র-ছাত্রীরা। সবাই মিলে এগিয়ে যেতে চাই, এটাই আমাদের প্রত্যেশা।
Comments
Post a Comment