রাংগুনিয়া স্টুডেন্টস কালচারাল এসোসিয়েশন এর আহব্বায়ক কমিটি গঠন......Dailynews24bd.com

নিজস্ব প্রতিবেদক,
রাংগুনিয়া,
১লা ডিসেম্বর,

রাংগুনিয়া স্টুডেন্টস কালচারাল এসোসিয়েশন এর কাউন্সিল অধিবেশন ২০২১ ইং উপলক্ষে আহব্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের সকল নেতৃবৃন্দ। সকল নেতৃবৃন্দ বক্তব্য রাখেন অত্র সভায়। সভায় আহব্বায়ক কমিটি ঘোষণা করেন অত্র সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠিতা আশরাফুর রহমান চৌধুরী। অত্র সংগঠনের ২০ সদস্যের আহব্বায়ক ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে ৬০ সদস্যের আহব্বায়ক কমিটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান আশরাফুর রহমান চৌধুরী। একইসঙ্গে তিনি তার বক্তব্যে বলেন, সদস্যদের ভোটের মাধ্যমে নির্বাচিত করা হবে প্রত্যেকটি পদবী। অতএব যারা সিনিয়র পদে নির্বাচিত হতে চাই, তারা যেন সদস্য সংগ্রহ করার কাজ চালাতে থাকে। আগামী ৩০ শে ডিসেম্বরের মধ্যে সদস্য সংগ্রহ করে সম্পূর্ণ লিস্ট দপ্তরে জমা দিতে বলেন তিনি। সভায় বক্তব্য রাখেন অত্র সংগঠনের নব নির্বাচিত আহব্বায়ক। এতে সবাই এক হয়ে কাজ করার আহব্বান জানানো হয়।

Comments

Popular posts from this blog

জণগনের জন্য চালু হল Whatsapp bot |ডিইলিনিউজবিডি|

ইমাম গাজ্জালী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের 'ভালবাসার উপহার' পেল অসহায়ীরা।.... Dailynews24-bd.com

পদ ছেড়ে দিয়েছি, বিদ্যানন্দ ছাড়ি নি, আছি এবং থাকব...কিশোর কুমার দাশ